1. admim@mystiqueapi.com : admim :
  2. admin@52bangla.com : admin :
শনিবার, ১১ মে ২০২৪, ০৩:৪৮ পূর্বাহ্ন

বন্দর উপজেলা হাসপাতালের ইনচার্জ ডা. মেহেবুবা সাঈদের কাছে সকল সেক্টর কি অসহায়!!

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ১৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা // বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনচার্জ ডা. মেহেবুবা সাঈদের অপসারন দাবিতে মানববন্ধন করে নার্স ও কার্মচারী ও ভূক্তভোগী সাধারন জনগন। নানা অপকর্মের হোতা, ধরাকে সরা ঞ্জান করা যে মহিলার কাজ সে দূর্ণীতিপরায়ন ডা. মেহবুবা সাঈদের বিরুদ্ধে সোচ্চার হয়ে রাজপথে ও হাসপাতাল ঘেরাও করেছে। ডা. মেহবুবা সাঈদের বিরুদ্ধে ২ বার বিভাগীয় তদন্ত হয়েছে, ১৭ ই মার্চ জাতীয় কর্মসূচী পালন না করার দায়ে ২১ মার্চ শোকেজ করে জেলা সিভিল সার্জন। শোকেজ করার ২ দিন পর ২৬ মার্চ জাতীয় কর্মসূচী পুনরায় পাোন না করে পরোক্ষভাবে বুঝিয়েছে ডোন্ট কেয়ার!! এত অনিয়ম, দূর্ণীতি করেও কিভাবে এখনও বহাল তবিয়তে রাজত্ব করছে মেহবুবা সাঈদ এমনই প্রশ্ন সচেতন মহলের। তাদের ভাষায় একটি হাসপাতালের ইনচার্জের কাছে কি নারায়ণগঞ্জ -৫ আসনের সাংসদ সেলিম ওসমান, বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম এ রশিদ, সিভিল সার্জন ও নির্বাহী কর্মকর্তাসহ সকলে অসহায়! মেহবুবা সাঈদের বিরুদ্ধে এত সু-নিদ্দিষ্ট অভিযোগ থাকার পরও সকল সেক্টর কেমন জানি নীরব ভূমিকা পালন করেছে। বৃহস্পতিবার ১৩ এপ্রিল বেলা ১২ টায় বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের নেতা হুমাউন কবির মৃধা, ২৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মাহবুর রহমান কমল, আংগুর, আওয়ামীলীগ নেতা গোলাম সারুয়ার সবুজ, যুবলীগ নেতা ডালিম হায়দার, ২৪ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা জনি, ডা. রোকেয়া ও নার্স ফৌজিয়া। এসময় বক্তারা বলেন, আপনি ডা. মেহেবুবা সাঈদ ভুলে গেছেন কোন এলাকায় আপনি অনিয়ম ও দুনীতির করছেন যে এলাকায় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে এম সেলিম ওসমান আছে, যে এলাকায় বন্দর উপজেলার চেয়ারম্যান ও বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশিদ আছে। আপনি তাদের নাকের ডগায় বসে বসে দুনীতি ও অনিয়ম করবেন তারা কিছুই বোঝতে পারবে না, তারা সব বুঝতে পারে তারা আপনাকে ছাড় দিচ্ছে, তবে একটা কথা মনে রাখবেন তার ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয়না। আপনার বিরুদ্ধে অভিযোগের পাহাড় যা আর মেনে নেওয়ার মত নয়। আপনি ডাক্তারদের সাথে খারাপ ব্যবহার করবেন, আপনি নার্স কর্মচারীদের বেতন আটকে রাখবেন, আপনি সেভা নিতে আসা সাধারন জনগনের সাথে খারার ব্যবহার করবেন, আপনি দুনীতি ও অনিয়ম করবেন, আপনিকি মগের মুল্লুক পেয়েছেন এই বন্দরে আপনি আর এসব করতে পারবেন না। এব্যাপারে বন্দর উপজেলা নির্বাহী অফিসার এ বি এম কুদরত এ খুদা বলেন, বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিষটি নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অবগত আছে, এবিষয়ে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It