1. admim@mystiqueapi.com : admim :
  2. admin@52bangla.com : admin :
শনিবার, ১১ মে ২০২৪, ০১:৩৯ পূর্বাহ্ন

কুয়েত প্রবাসী মিলন এর বিরুদ্ধে তার স্ত্রী দেওয়া যৌতুক আইনে মিথ্যা মামলার প্রসঙ্গে সংবাদ সম্মেলন।

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ২৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ কুয়েত প্রবাসী নারায়ণগঞ্জ দেওভোগ নাগবাড়ী নিবাসী মিলন এর বিরুদ্ধে তার স্ত্রী দেওয়া যৌতুক আইনে মিথ্যা মামলার প্রসঙ্গে  ( ২৫-১১-২২ইং) রোজ শুক্রবার  তার নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। উক্ত সংবাদ সম্মেলনে মিলন বলেন তার স্ত্রী তার নামে যৌতুক আইনে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ভিত্তিহীন। তিনি বলেন আমার শশুর সে একজন দিন মজুর নিম্মবিত্ত আমি একজন মধ্যেবিত্ত পরিবারের সন্তান আমি ২৪ বছর প্রবাস জীবন কাটিয়েছি আমি আল্লাহর রহমতে আর্থিক ভাবে ভালো আছি। গত (০৭-০৯- ২০১৮ ইং) সালে ইসলামী শরিয়াত মোতাবেক ফতুল্লার এনায়েত নগর ইউনিয়নের ধর্মগঞ্জ এলাকার

মোঃ নুরুল হকের মেয়ে নুসরাত জাহান নিপার সাথে পারিবারিক ভাবে বিবাহ হয়, বিবাহের কিছু দিন পর থেকে বিভিন্ন ভাবে মানসিক অশান্তি সৃষ্টি করে করে নানা অজুহাত দেখিয়ে  প্রায় সময়  আমার সাথে ঝগড়া করত  এই নিয়ে পারিবারিকভাবে  একাধিকবার বিচার সালিশ হয়েছে। কিছুদিন পর আমি বিদেশ চলে যাই বিদেশ যাওয়ার পরে আমার স্ত্রী আমার পরিবারে সাথে নানা ভাবে খারাপ আচরন করে এবং তাকে (স্ত্রীর নিপা) কে বিদেশ নিয়ে যাওয়ার জন্য আমার শশুর শাশুড়ী চাপ প্রয়োগ করে। আমি আমার সংসারে সুখের কথা চিন্তা করে,করে আমি আমার স্ত্রীকে কুয়েত নিয়ে যাই। সে (স্ত্রী নিপা)আমাদের সংসারে কোন মনোযোগ না দিয়ে মোবাইল ফোন নিয়ে সারাদিন ব্যস্ত থাকতো এর মধ্যে ২০২০ইং সালে আমার ঔরষে আমার স্ত্রীর গর্ভে একটি কন্যা জম্ম গ্রহণ করে। আমার সন্তান সন্তানকে সে কোন প্রকার যত্ন ও ঠিক মতো লালন পালন করিত না এমনবস্থায় তার কর্মকান্ড দেখে আমার সন্তানের ভালোর জন্য তাকে গত (২৮-০৫-২০২২ইং) তারিখে আমার স্ত্রী নিপাকে নগদ- ৩,০০,০০০/-(তিন লক্ষ)টাকা ও আমার আত্মীয় স্বজনের জন্য ০৯ ভরি ও আমার নিজের ০৪ ভরি সহ মোট- ১৭ ভরি ওজনের স্বর্ণ অলঙ্কার প্রদান করি এবং দেশে গিয়ে উক্ত স্বর্ণ অলঙ্কার পরিবারের লোকজনের কাছে দেওয়ার জন্য বলি।কিন্তু আমার স্ত্রী নিপা দেশে আসার পর আমার বাড়ীতে না গিয়ে সে তার মা বাবার বাসায় চলে যায়।আমার স্ত্রী দেশে আসার পর আমি তাহার ঘরে থাকার জন্য ৫ কার্টুন দামী মালামাল প্রদান করি, কিন্তু সে উক্ত মালামাল, টাকা ও স্বর্ণালল্কার তার বাপের বাড়ী রেখে দেয়। আমার স্ত্রী আমার বাড়ীতে না যাওয়ায় এবং তার কাছে আমার দেওয়া টাকা ও স্বর্ণালল্কার আমার পরিবারের লোকজনের কাছে বুঝিয়ে না দেওয়ার কারনে আমি গত (১৯-১১-২০২২ইং) তারিখে দেশে ফিরে আসি। আমি দেশে আসার পর খোজ নিয়ে জানতে পারি যে, আমার স্ত্রী আমার সন্তানকে ঠিক মতো যত্ন নেয় না এবং সে আমার বাসায়ও আসে নাই।আমি আমার পরিবারের লোকজনদের আমার স্ত্রীকে আনার জন্য পাঠালে সে আমার সংসারে আসে নাই।এমতাবস্থায় গত (২২-১১-২০২২ইং)তারিখ আনুমানিক তার ১১ টায় আমার মুঠো ফোন থেকে আমার স্ত্রী নাম্বারে ফোন দিয়ে আমার সংসারে আসবে না কেন জিজ্ঞাসা করিলে এবং আমার সন্তানকে নিয়ে আমার বাসা আসার জন্য বলিলে সে আমার উপর ক্ষিপ্ত হয়ে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণ নাশের হুমকি দিয়ে বলে আমি তোর সংসার করবো না, তুই যদি আমার কাছে টাকা স্বর্ণালল্কার ফেরত চাস কিংবা এই বিষয় নিয়ে কোন বাড়াবাড়ি করিস তাহলে তোকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দিবো।এই বিষয়ে মিলন ফতুল্লা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
উক্ত বিষয়ে জানতে মিলনের স্ত্রী নিপার মুঠো ফোনে- ০১৯৬৭….৬৬ এই নাম্বারে একাধিক বার যোগাযোগ করিলে মুঠো ফোনটি রিসিভ করেনি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It